বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

সপরিবারে ঘুরে আসুন বাংলার তাজমহল থেকে আর ছুটির দিনটি উপভোগ করুন পরিবার কে সাথে নিয়ে।


বাংলার  তাজমহল

বাংলার তাজমহল হল ভারত এ অবস্থিত মুঘল স্থাপত্য নিদর্শন আগ্রার তাজমহলের ক্ষুদ্রতর সংস্করণ। এটি ঢাকা থেকে ২০ মাইল উত্তর - পূর্বে সোনারগাঁ , নারায়ণগঞ্জ -এ অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৩ সালে ডিসেম্বর মাসে এবং এর বায় ধরা হয়েছিল 56 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী ছবি নির্মাতা  আহসান উল্লাহ মনি বলেন, ' সবাই স্বপ্ন দেখে তাজমহল কে নিজ চোখে একবার দেখার, কিন্তু বেশিভাগ মানুষের পক্ষে তা সম্ভব নয়। কারণ এ দেশের ৫০ ভাগের ও বেশি মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে   আমার এই প্রচেষ্টা। '

২০০৩ সালে আর এর নির্মাণ কাজ শুরু হলেও এটি  নির্মাণের স্বপ্ন দেখেন ১৯৮০ সালে যখন তিনি প্রথমবার তাজমহল ভ্রমণ করেন। এরপর তিনি আরো ছয়বার তাজমহল দেখতে যান, এমনকি তিনি এতটাই সন্তুষ্ট ছিলেন যে তিনি স্থপতিদের একটি দল ভাড়া নিয়েছিলেন এবং তাদের পরিমাপ করতে ভারত পাঠিয়েছিলেন। তিনি বলেন: "আমি আসল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি। আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছিলাম, এটি কেন কম সময় নেয়। অন্যথায় এটি ২0 বছর এবং ২২,000 শ্রমিককে সম্পন্ন করতেহতো।

অবশেষে ২০০৮ সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সত্যি এটি হয়তো সম্পূর্ণ কার্বনকপি নয়, কিন্তু তার  এটি অসচ্ছল ভ্রমণপিয়াসী মানুষদের মনকে কিছুটা হলেও প্রশান্তির পরশ দিবে।  


সমস্ত নিয়ম কানুন এবং  প্রবেশ মূল্য :
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
1) এন্ট্রি ফি ৫০ টাকা  / প্রতি ব্যক্তির
2) আপনি ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে আসতে পারেন।


আপনি কিভাবে বাংলার তাজমহলের কাছে যেতে পারবেন?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
আপনি নিচের ২ টির যে কোন ১টি  উপায় অবলম্বন করে সেখানে যেতে পারেন:

1) ঢাকা থেকে বাস দিয়ে  কাঁচপুর সেতু পার হয়ে বামদিকে  - নরসিংদী / সিলেট মহাসড়কে বোরপা পর্যন্ত যেতে হবে,পরে সি এন জি  বা অটোরিকশা করে পেরাবো  বাংলার তাজমহল

2) সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর যান,সেখান থেকে বাম দিকে গাজীপুর সড়কে ধরে যান, পেরাবো বাংলার তাজমহল।

পরিশেষে বলতে পারি সপরিবারে ঘুরে আসুন বাংলার তাজমহল থেকে আর ছুটির দিনটি উপভোগ করুন পরিবার কে সাথে নিয়ে। শেষে যেন কবির ভাষায় বলতে না হয়
দেখিতে গিয়েছি পর্বত মালা ,
দেখিতে গিয়েছি সিন্ধু
দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া
ঘর থেকে শুধু দু পা ফেলিয়া
একটি ধানের শিসের উপর
 একটি শিশির বিন্দু।

 ধন্যবাদ।
রচনাঃ মোঃ আনোয়ার সাদাত 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন